মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১, ০৪:২১ অপরাহ্ন

sakarya escort sakarya escort sakarya escort serdivan escort webmaster forum

serdivan escort serdivan escort serdivan escort hendek escort ferizli escort geyve escort akyazı escort karasu escort sapanca escort

উল্টো ব্লাউজ পরে ফের আলোচনায় আলিয়া ভাট!

বিনোদন প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৩৫ বার পঠিত
আলিয়া ভাট
আলিয়া ভাট

উল্টো ব্লাউজ পরে ফের আলোচনায় আলিয়া ভাট! নায়িকা বলে কথা। নিত্য-নতুন ফ্যাশনে হাজির হওয়াই তো স্বাভাবিক। কিন্তু কখনো কখনো নায়িকাদের তোপের মুখে পড়তে হয় তাদের পোশাকের জন্যই। সদ্য এমন ঘটনা ঘটল বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ক্ষেত্রে।

শনিবার (২০ নভেম্বর) অভিনেত্রী আনুশকা রঞ্জন কাপুর ও অভিনেতা আদিত্য শীলের বিয়ের সংগীত অনুষ্ঠানে হাজির হন বলিউডের অনেক তারকা। ছিলেন আলিয়াও। তার পরনে ছিল হলুদ রঙের লেহেঙ্গা টপ। অনেকটা ব্রালেটের আদলে ডিজাইন করা সেই পোশাকের কারণে সমালোচনার শিকার হচ্ছেন অভিনেত্রী।

অনেকে প্রশ্ন তুলছেন, তাড়াহুড়োতে কি ব্লাউজ উল্টো পরে ফেলেছেন আলিয়া? আবার কেউ কেউ তাকে তুলনা করছেন বিতর্কিত অভিনেত্রী উরফি জাভেদের সঙ্গে। যিনি কিছু দিন যাবত উদ্ভট, খোলামেলা পোশাকের জন্য সমালোচিত হচ্ছেন। নেটিজেনদের মতে, আলিয়ার এই পোশাক ‘ফ্যাশন ডিজাস্টার অব দ্য ইয়ার’।

আদিত্য-আনুশকার বিয়েতে আলিয়া ভাট ছাড়াও দেখা গেছে রাভিনা ট্যান্ডন, ক্রিস্টাল ডি’সুজা, ভূমি পেদনেকর, বাণী কাপুরসহ অনেককে। তারা নেচে-গেয়ে উদযাপন করেছেন শুভ আয়োজনটি। বলা হচ্ছে, আদিত্য-আনুশকার মাধ্যমে বলিউডে বিয়ের মৌসুম শুরু হয়েছে। কেননা এরপর একে একে বেশ কয়েকজন তারকা বিয়ে করতে চলেছেন।
উল্টো ব্লাউজ পরে ফের আলোচনায় আলিয়া ভাট!
আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বিয়ে করবেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এরপর আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ের কথা রয়েছে। সেটা এ বছর কিংবা আগামী বছরের প্রথম দিকে হতে পারে। সম্প্রতি আবার গুঞ্জন ছড়িয়েছে, সুপারস্টার আমির খান তৃতীয় বিয়ে করবেন। তার নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’। আগামী এপ্রিলে মুক্তি পাবে। এরপরই তিনি নতুন করে ঘর বাঁধবেন বলে শোনা যাচ্ছে।


২০১৭ থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন রণবীর–আলিয়া। ঋষি কাপুর ক্যানসারের চিকিৎসার কারণে আমেরিকায় থাকার সময় তাঁকে দেখতে গিয়েছিলেন আলিয়া। কাপুর পরিবারের যে কোনও অনুষ্ঠানেই নায়িকার উজ্জ্বল উপস্থিতি। রণবীরের মা নীতু কাপুর অত্যন্ত পছন্দ করেন আলিয়াকে। এর আগে কখনও দীপিকা পাড়ুকোন, কখনও বা ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীরের প্রেমের গুঞ্জন ছিল ইন্ডাস্ট্রিতে। কিন্তু ওই দুই নায়িকাকে নীতুর পছন্দ না হওয়ায় নাকি রণবীর সম্পর্ক বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি বলে শোনা যায়।


কাপুর পরিবারের ঘনিষ্ঠ নামপ্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি সাংবাদিকদের জানান, ঋষি কাপুরের প্রয়াণের এক বছর না হলে রণবীর বিয়ে করবেন না, এমন স্থির করেছিলেন। কয়েক মাস আগেই ঋষির প্রয়াণের এক বছর সমূর্ণ হয়েছে। অন্যদিকে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন তিনি এবং আলিয়া। ফলে সেই ছবি মুক্তি পাওয়ার আগে তাঁরা বিয়ে করবেন না বলেই খবর। আবার কোনও কোনও মহলের মতে, করোনা পরিস্থিতিতে পরিবার এবং আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে করে নেবেন এই জুটি। ভবিষ্যতে পরিস্থিতি ঠিক হলে পার্টি দেওয়ার পরিকল্পনা করেছেন। যদিও গোটা বিষয় নিয়ে রণবীর বা আলিয়া এখনও প্রকাশ্যে মুখ খোলোননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের অন্যান্য সংবাদ
© All rights reserved © 2021 Dailynobobarta
Developed By Dailynobobarta