সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ ও ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠন। বুধবার (২৩ অক্টোবর) সকালে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী বাজারে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ শেষে বক্তারা বলেন- শেখ হাসিনা পদত্যাগ করেননি, এ বক্তব্যের মধ্য দিয়ে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে থাকার বৈধতা হারিয়েছেন। তিনি আর রাষ্ট্রপতি থাকার এখতিয়ার রাখেন না। আওয়ামী ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পুনর্বাসনের জন্য তিনি ষড়যন্ত্র করছেন। শহীদ ভাইদের রক্তের দাগ আমরা এখনো ভুলে যাইনি। আমরা অবিলম্বে রাষ্ট্রপতির পদত্যাগ চাই।
এসময় বক্তারা আরও বলেন, দুই ধরনের বক্তব্যের জন্য রাষ্ট্রপতিকে অপসারণ করে তাকে বিচারের মুখোমুখি করতে হবে। সুকৌশলে রাষ্ট্রপতি বর্তমান অন্তর্বর্তীকালিন সরকারকে বিতর্কিত করার মিশনে নেমেছেন। রাষ্ট্রপতি এ ধরনের বক্তব্যে নিজের গ্রহণযোগ্যতা হারিয়েছেন। তাই তাঁকে এখনই পদত্যাগ করতে হবে।
বিক্ষোভ মিছিলে অংশ নেন পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোশারফ হোসেন মানিক, সহ-সভাপতি মীর কালাম, সাধারণ সম্পাদক আল মামুন, যুগ্ম সম্পাদক মোঃ শহিদুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন ঠাকুর, যুবদল নেতা মোঃ জহিরুল ইসলাম শওকত, বারেক মোল্লাসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।