সিলেটে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন ২০১০ হালনাগাদকরণের লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদফতর এবং ইউএনএফপিএ (UNFPA) কর্তৃক আয়োজিত অংশীজনের সঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট জেলা প্রশাসক সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস খুরশিদ। এসময় তিনি নারী এবং শিশুদেরকে পারিবারিক সুরক্ষার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবী এবং মহিলা বিষয়ক অধিদফতরকে আরো সতর্ক ও মনিটরিং করার বিষয়ে তাগিদ দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, ইউএনএফপিএ’র পরামর্শক শামীমা পারভিন, বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী, এসএমপি কমিশনার রেজাউল করিম, ডিআইজি মুশফেকুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, এসপি মো. মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তাসলিমা ইয়াসমিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পারিবারিক সহিংসতা হলো নারী এবং শিশুদের প্রতি শারীরিক, মানসিক, আর্থিক সহিংসতা যার কিনা পারিবারিক সম্পর্ক রয়েছে; এমন ব্যক্তি দ্বারা সংঘটিত সহিংসতা। একজন নারী ও শিশু যাদের কাছে নিরাপদ থাকার কথা তাদের দ্বারাই অনেক সময় নির্যাতিত হয়ে থাকার নজির রয়েছে। বর্তমান বিদ্যমান আইনটির আশ্রয় নিয়ে তেমন কোনো সুফল নেয়া সম্ভব হচ্ছে না। তাই সবার মতামতের ওপর ভিত্তি করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আইনের সংশোধন করার চেষ্টা করবে। সবাই মিলে যেন বাংলাদেশের নারী ও শিশুদের জন্য নিরাপদ ঘর তৈরি করতে পারি; সে লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তারা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।