সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে পুলিশ কমিশনার মো. রেজাউল করিম পিপিএম সিলেট হকার ঐক্য পরিষদেরনেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয় ১০৪০ জন হকার নির্ধারিত স্থানে ফিরে যাচ্ছেন কাল রোববার থেকে মহানগরের লালদীঘিরপাড় এলাকায় ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের জন্য নির্মিত অস্থায়ী মার্কেটে বসবেন তারা শনিবার (২৬ অক্টোবর) সভায় বাংলাদেশ সেনাবাহিনী, সিলেট সিটি কর্পোরেশন ও হকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে তালিকাভুক্ত ১০৪০ জন হকার সিলেট সিটি কর্পোরেশন নির্ধারিত স্থান হকার্স মার্কেট মাঠে রোববার থেকে চলে যাবে। সিটি কর্পোরেশন হকারদের ব্যবসা করার উপযুক্ত পরিবেশ শেড নির্মাণ, রাস্তা নির্মাণ ও ড্রেন পরিস্কারসহ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা শুরু করবে।
সাইফুল জানান, এছাড়াও রাস্তা ও ফুটপাত অবৈধ দখল মুক্তকরণে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিলেট সিটি কর্পোরেশন রোববার থেকে কাজ শুরু করবে। পাশাপাশি রাস্তা ও ফুটপাত দখল করে দোকান না বসাতে হকার নেতৃবৃন্দ অন্যান্য সকল হকারদের উদ্বুদ্ধ করবেন।
এর আগে চলতি বছরের ১০ মার্চ হকারদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে লালদিঘীপাড় এলাকায় হকারদের অস্থায়ী মার্কেট। প্রতিদিন দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত চলতে থাকে। প্রায় কোটি টাকা ব্যয়ে সাড়ে চার একর মাঠে মাটি ভরাট, ইটের সলিং, বৈদ্যুতিক ব্যবস্থা করে দেয় সিলেট সিটি করপোরেশন।
সরকার পতনের পর মেয়রের পদ থেকে অপসারণ হন আনোয়ারুজ্জামান চৌধুরী। অনেকটা স্থবির হয়ে পড়ে নগরভবনের কার্যক্রমও। এমন পরিস্থিতিতে শহরে হকাররা তাদের নির্ধারিত স্থান ছেড়ে ফের রাস্তায় বসে পড়েছেন। এতে তৈরী হচ্ছে রাস্তায় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।াসািলেট নির্ধারিত স্থানে ফিরছেন ১ হাজার হকার
এরআগে চলতি বছরের ১০ মার্চ হকারদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে লালদিঘীপাড় এলাকায় হকারদের অস্থায়ী মার্কেট। প্রতিদিন দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত চলতে থাকে। প্রায় কোটি টাকা ব্যয়ে সাড়ে চার একর মাঠে মাটি ভরাট, ইটের সলিং, বৈদ্যুতিক ব্যবস্থা করে দেয় সিলেট সিটি করপোরেশন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।