dailynobobarta logo
আজ রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ | ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

কাউখালীতে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার ৭

প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ | ৫:৪৭ অপরাহ্ণ
কাউখালীতে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার ৭

পিরোজপুরের কাউখালী থানা পুলিশ শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামি কৃষকলীগ নেতা মনির কাজী সহ ৭ জনকে গ্রেফতার করেছে। রবিবার ২৭ অক্টোবর আটককৃতদের পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কাউখালী সদর ইউনিয়নের কৃষকলীগের সভাপতি নাশকতার মামলার আসামি বাশুরি গ্রামের তোফাজ্জল কাজীর ছেলে মনির হোসেন কাজী (৫৩), রঘুনাথপুর গ্রামের আব্দুস সালামের ছেলে শাকিব হোসেন হৃদয় (২৩), সদর ইউনিয়নের উজিয়াল খান গ্রামের উত্তম মৃধার ছেলে আবীর মৃধা (২২), সদর ইউনিয়নের দাসেরকাঠি গ্রামের আজিজ খানের ছেলে মাহফুজ খান (২২), একই এলাকার খাইরুল ইসলামের ছেলে মোহাম্মদ রাকিব (২০) ও
অনিল দেবনাথের ছেলে বাধন দেবনাথ(১৯)।

থানা পুলিশ জানান, শনিবার রাতে বিভিন্ন অপরাধের অভিযোগে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অপরাধীদের ধরতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। গত দুই দিনে নাশকতার মামলার আসামি সহ বিভিন্ন মামলার ১২ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com