মানিকগঞ্জের ঘিওরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঘিওর উপজেলা শাখার সাধারন সম্পাদক টোকনকে (২৭) গ্রেফতার করেছে র্যাব-৪ ও ঘিওর থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ ও ঘিওর থানা পুলিশের একটি আভিযানিক দল গতকাল ২৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন কুস্তা বন্দর এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতা সৃষ্টিকারী এর এজাহার নামীয় ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩০৭/৪২৭/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড তৎসহ বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩/৪ মুলে আসামী নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ঘিওর উপজেলার সাধারণ সম্পাদক শুভ আহমেদ টোকন (২৭ ), পিতা- মোঃ মাসুদ আলী, সাং- কুস্তাবন্দর, থানা- ঘিওর'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এবিষয়ে ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন- পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে মানিকগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৪ ও ঘিওর থানা পুলিশ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।