ফেস্টুন হাতে মায়ের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবী জানিয়েছেন ৬ বছরের শিশু আরাবী। একই দাবী নিয়ে লক্ষ্মীপুর সরকারি কলেজের নিপীড়ন বিরোধী ছাত্র সমাজ ও স্বজনরা এখন মাঠে নেমেছেন। রবিবার বেলা ১১ টা থেকে জেলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে খুনিদের গ্রেফতার না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষনা দেন।
মানববন্ধনে জানানো হয়, নোয়াখালীর বেগমগঞ্জের মহেশপুর গ্রামের জাহের মিয়ার ছেলে হুমায়ুন কবির (লক্ষ্মীপুর জজকোর্টে দায়িত্বরত পুলিশ কনস্টেবল) ও লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দেওপাড়া গ্রামের বাসিন্দা শহীদুল ইসলামের মেয়ে জান্নাতুল ফারহানা হাসির বিয়ে হয় প্রায় ৭ বছর আগে। ফারহানা লক্ষ্মীপুর সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষ ম্যানেজম্যান্ট ডিপার্টমেন্টের ছাত্রী ছিল। বিয়ের পর থেকে স্বামী ও শশুর পক্ষের লোকজন যৌতুক দাবী কলে আসছিলেন। তা দিতে অপারগতা প্রকাশ করায় শশুর বাড়ীর লোকজন কর্তৃক নির্মম নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ স্বজনদের।
মানববন্ধনে ফারহানার মা রোজিনা আক্তার ও ভাই জানান, ৩০ লাখ টাকা যৌতুক দাবী করে আসছিল তারা। তা দিতে না পারায় নির্মম নির্যাতন চালিয়ে গত ২৯ অক্টোবর তাকে শশুর বাড়ীতে হত্যা করা হয়। এখনো পর্যন্ত এ ঘটনায় কোন মামলা ও কাউকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ স্বজনদের।
এদিকে ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নিয়ে মায়ের খুনের বর্ণনা দেন ফারহানার ৬ বছরের শিশু সন্তান আরাবী। মায়ের খুনিদের গ্রেফতার করে ফাঁসির দাবী জানায় সে। একই দাবী করে ছাত্র নিপীড়ন বিরোধী ছাত্র সমাজের নেতৃবৃন্দ তানাহলে আরো কঠোর কর্মসূচির ঘোষনা দেন।
এসময় উপস্থিত ছিলেন- ছাত্র প্রতিনিধি সরোয়ার হোসেন, পিংকী পাটওয়ারী, রাহিমা ইসলাম সেতু, রেদওয়ান হোসেন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।