dailynobobarta logo
আজ বুধবার, ১৬ আগস্ট ২০২৩ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | কনভার্টার
 1. অন্যান্য
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. খেলাধুলা
 5. গণমাধ্যম
 6. ধর্ম
 7. প্রযুক্তি
 8. বাংলাদেশ
 9. বিনোদন
 10. বিশেষ নিবন্ধ
 11. লাইফস্টাইল
 12. শিক্ষা
 13. শিক্ষাঙ্গন
 14. সারাদেশ
 15. সাহিত্য

ইতিহাস লেখার জন্যই সৌদিতে যাচ্ছি : নেইমার

প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
বুধবার, ১৬ আগস্ট ২০২৩ | ৩:২৭ অপরাহ্ণ
সৌদি ক্লাব আল-হিলালে নেইমার জুনিয়র

তার ফুটবল শৈলী দেখে ভক্তরা বুঁদ হয়ে থাকেন, প্রশংসায় ভাসান। এবার সেই প্রশংসায় ভাসতে সৌদি আরবের জাহাজে উঠেছেন নেইমার জুনিয়র। দেশটির ক্লাব আল-হিলালে নাম লিখিয়েছেন তিনি। ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বা ফুটবল এখন এশিয়ার দেশটিতে উপহার দেবেন নেইমার, এমনটিই চান ভক্তরা।

বিজ্ঞাপন

অবশেষে সৌদির ক্লাবটির সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই নিজেকে ‘আল হিলালি’ হিসেবে আখ্যায়িত করেছেন ব্রাজিলিয়ান তারকা। একইসঙ্গে নতুন করে ইতিহাস লিখতেই সৌদিতে যাচ্ছেন নেইমার।

মঙ্গলবার (১৫ আগস্ট) সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সেরেছেন নেইমার জুনিয়র। ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা ভিডিওতে এই ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘আমি সৌদি আরবে আছি। এখন থেকে আমি ‘আল হিলালি’।’

বিজ্ঞাপন

পিএসজি থেকে সাবেক ক্লাব বার্সেলোনাত ফিরবেন নেইমার এমনটায় প্রত্যাশা ছিল ফুটবলপ্রেমীদের কাছে। আল হিলালের জার্সিতে প্রিয় তারকাকে দেখার পর অনেকেই প্রশ্ন তোলেন। ৩১ বছর বয়সেই কেন ইউরোপ ছেড়ে সৌদির ফুটবলে যোগ দিলেন? অবশ্য নেইমার উত্তরটা দিয়েছেন এভাবে, তিনি সৌদি আরবে যাচ্ছেন নতুন করে ইতিহাস গড়তে।

দুই বছরের চুক্তিতে আল হিলালে যোগ দিয়েছেন নেইমার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সৌদিতে প্রতি বছর ১৫ কোটি ইউরো আয় করবেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ফরাসি ক্লাবে প্রতিবছরে ২ কোটি ৫০ লাখ ইউরো বেতন পেতেন ৩১ বছর বয়সী। অর্থাৎ পিএসজির চেয়ে ৬ গুণ বেতন বেশি পাবেন নেইমার।

আল হিলালে যোগ দিয়েই নেইমার বলেন, ‘ইউরোপের মতো সৌদি ফটবলেও রাজত্ব করতে এসেছি। সেখানে (ইউরোপ) আমার অনেক অর্জন রয়েছে এবং দারুণ কিছু মুহূর্তও উপভোগ করেছি। কিন্তু আমি সব সময়ই নতুন নতুন চ্যালেঞ্জের সামনে নিজেকে পরীক্ষা করতে চেয়েছি। তাছাড়া আমি ফুটবলে নতুন ইতিহাস লিখতেই সৌদিতে যাচ্ছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সৌদি প্রো লিগ কম শক্তিশালী নয়। সেখানে রোনালদো, বেনজোমা, কন্তে, মাহরেজের মতো ফুটবলাররা খেলছেন। আল-হিলাল একটি জায়ান্ট দল, তাদের অনেক ভক্ত সমর্থক আছে। এমনকি এশিয়ার মধ্যেও তারা সেরা। সঠিক ক্লাবের সঙ্গে সঠিক সময়ে ঠিক সিদ্ধান্তটাই আমি নিতে পেরেছি।’

ব্রাজিলিয়ান তারকা আরও যোগ করে বলেন, ‘আমি জিততে ভালোবাসি এবং অনেক গোল করতে পছন্দ করি। সৌদি আরবের ফুটবলে আল হিলালের হয়েও আমি তাই করব।’

২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লিখিয়েছিলেন নেইমার। ৬ বছরে লিগ ওয়ানের ক্লাবটির হয়ে ১৭৩ ম্যাচে ১১৮টি গোল করেন ব্রাজিলিয়ান তারকা। পিএসজির হয়ে ১৩টি শিরোপাও জেতেন নেইমার জুনিয়র।

বিজ্ঞাপন
মন্তব্য করুন
স্পোর্টস ডেস্ক
+ posts
বিজ্ঞাপন
x

সর্বশেষ - মানিকগঞ্জ