আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি: ঘিওর উপজেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঘিওর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ঘিওর কেন্দ্রীয় কালী বাড়ি নাট মন্দিরে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট শচীন্দ্রনাথ মিত্রের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত শীল গোবিন্দের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক বাসুদেব সাহা।
এ সময় বক্তব্য রাখেন- ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, মানিকগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অনির্বাণ পাল, জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যাপক অজয় কুমার রায়, গৌরাঙ্গ কুমার ঘোষ, উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক রাম প্রসাদ সরকার দিপু প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।