dailynobobarta logo
ঢাকারবিবার , ২০ আগস্ট ২০২৩
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

‘একা একা খেতে চাও’ বিজ্ঞাপনের মডেল সাদ আর নেই

রিয়েল তন্ময়, বিনোদন প্রতিবেদক
আগস্ট ২০, ২০২৩ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নব্বই দশকে টেলিভিশন ছাড়লেই একটা বিজ্ঞাপন খুন নজর কাড়তো। ‘একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও’ চিপসের এই বিজ্ঞাপনটা সেসময় বেশ জনপ্রিয় ছিল। নব্বই দশকের শিশু কিশোররা এই বিজ্ঞাপন সম্পর্কে বেশ ভালো বলতে পারবে যে, তা কতটা জনপ্রিয় ছিল। চিপসের এই বিজ্ঞাপনে অভিনয় করেছিল ছোট্ট শিশু সাদ হোসেন। সেই সাদ হোসেন মারা গেছেন। গত শুক্রবার (১৮ আগস্ট) কিডনিজনিত অসুখে ভোগে তিনি মারা গেছেন।

জানা যায়, সাদ হোসেন আমেরিকায় বসবাস করতেন। আমেরিকার নিউইয়র্কে স্ত্রী , সন্তান ও পরিবারের সবাইকে নিয়ে বসবাস করতেন তিনি। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। সাদ হোসেনের শ্যালক আকতার শাকিব ফেসবুক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি এক ফেসবুক বার্তায় লিখেন, ‘আমার বোন জামাই সাদ হোসেন মারা গিয়েছেন,সকলে তার জন্য দোয়া করবেন।’

এছাড়াও সাদ হোসেনের ফেসবুক অ্যাকাউন্টটি ট্যাগ করে তার আত্মীয়রাসহ বন্ধু বান্ধব সকলেই তার মৃত্যুর খবর জানিয়েছেন। সাদ হোসেনের জানাজা শেষে আমেরিকাতেই তাকে সমাহিত করা হবে বলে জানা যায়।

রিয়েল তন্ময়, বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক | Website | + posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।