dailynobobarta logo
ঢাকারবিবার , ২০ আগস্ট ২০২৩
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

অপচনশীল বর্জ্য বিক্রি করে নার্সারি প্রতিষ্ঠা যুবফোরামের

রাজন্য রুহানি, জামালপুর প্রতিনিধি
আগস্ট ২০, ২০২৩ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরে ময়লা আবর্জনা পরিস্কার করার পর অপচনশীল আবর্জনা প্লাস্টিকের বোতল, লোহা ও টিন বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়ে ফল ও কাঠের নার্সারি গড়ে তুলছে যুবফোরাম। একই সঙ্গে পচনশীল আবর্জনা দিয়ে জৈব সার তৈরির পরিকল্পনাও হাতে নিয়েছে সংগঠনটি।

ডেঙ্গু প্রতিরোধে এলাকার প্রতিটি বাড়িঘর ও রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে শুরু হওয়া অভিযানে অপচনশীল আবর্জনা সংগ্রহ করে যুবফোরাম বাস্তবায়ন করছে এই উদ্যোগ।

সম্প্রতি উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর পরামর্শে লক্ষ্মীরচর ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামে গঠিত যুবফোরাম এ অভিযান শুরু করেছে।

জানা গেছে, ময়লা আবর্জনা পরিস্কার করার পর অপচনশীল আবর্জনা বিশেষ করে প্লাস্টিকের বোতল, লোহা, টিনজাতীয় আবর্জনা বিক্রি করা হয়। যুবফোরামের সদস্যরা এসব বিক্রি করে প্রাপ্ত টাকা দিয়ে ফল ও কাঠের নার্সারি গড়ে তুলছে। পচনশীল আবর্জনা দিয়ে জৈব সার তৈরির পরিকল্পনা নিয়েছে তারা। অন্যান্য আবর্জনা পুড়ে ফেলছে।

উদ্যোগটা ছোট হলেও প্রভাব সুদূরপ্রসারী বলে মন্তব্য করেছেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম।

জামালপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সাগর ডি কস্তা জানান, এ ধরনের উদ্যোগ কর্মএলাকার সবগুলো গ্রামে শুরু করা হবে। উন্নয়ন সংঘের এপি ব্যবস্থাপক বলেন, আমরা কর্মএলাকার তিনটি গ্রামকে পরিবেশসম্মত গ্রাম হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ শুরু করেছি।

রাঙ্গামাটিয়া যুবফোরামের সভাপতি সাব্বির হোসেন বলেন, আমরা আমাদের গ্রামকে ডেঙ্গুসহ রোগ জীবানুমুক্ত রাখতে চাই। পরিস্কার পরিচ্ছন্নতা পরিবেশ গঠনে আমরা ৩০ জন সদস্য অঙ্গীকারাবদ্ধ।

উল্লেখ, জামালপুর এরিয়া প্রোগ্রামটি ১০ বছরব্যাপী চলবে। এ সময়ে মধ্যে শিশুদের সর্বোত্তম সুরক্ষা, অভিভাবকদের জীবীকায়ন, স্বাস্থ্য, পুষ্টি ও ওয়াস কার্যক্রমের মাধ্যমে আদর্শ গ্রাম বির্নিমাণে কাজ করা হবে বলে এপি সূত্র জানায়।

রাজন্য রুহানি, জামালপুর প্রতিনিধি
জামালপুর প্রতিনিধি | Website | + posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।