dailynobobarta logo
ঢাকাবুধবার , ১৯ জুলাই ২০২৩
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

দ্বিতীয় স্ত্রীর মামলায় চেয়ারম্যান বাবুর জামিন নামঞ্জুর

রাজন্য রুহানি, জামালপুর প্রতিনিধি
জুলাই ১৯, ২০২৩ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

দ্বিতীয় স্ত্রীর দায়ের করা মামলায় জামালপুরের বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বরখাস্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার সহযোগী রেজাউল করিমের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় বর্তমানে তারা দুজনেই জেলহাজতে রয়েছেন। শারীরিক নির্যাতন, চুরি ও হুমকি প্রদানের অভিযোগ এনে মামলাটি করা হয়।

বুধবার (১৯ জুলাই) বেলা ১২টার দিকে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহম্মেদ এ আদেশ দেন।জেলহাজতে থাকা বাবু চেয়ারম্যান সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডেরও প্রধান আসামি। এ হত্যাকাণ্ডের ঘটনায় ১৭ জুন গ্রেফতার হয়ে তিনি জেলহাজতে রয়েছেন। একই সঙ্গে জেলহাজতে রয়েছেন তার সহযোগী রেজাউল করিমও।

জানা গেছে, বরখাস্ত হওয়া বাবু চেয়ারম্যানের দ্বিতীয় স্ত্রী গত ১১ মে বাবু, রেজাউল করিম ও বাবুর ভাই এস এম কবিরকে আসামি করে বকশিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় শারীরিক নির্যাতন, চুরি ও হুমকি প্রদানের অভিযোগ আনা হয়।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী জানান, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া বাবু চেয়ারম্যান ও তার সহযোগী রেজাউলকে বাবুর দ্বিতীয় স্ত্রীর দায়ের করা মামলাতেও গ্রেফতার দেখানো হয়েছে।

এ মামলায় আসামিপক্ষের আইনজীবী আদালতে জামিনের আবেদন করলে তাদের জামিন নামঞ্জুর করেন বিচারক। এর আগেও সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় জেলহাজতে থাকা বাবু ও সহযোগী রেজাউলের জামিন চাওয়া হলে নামঞ্জুর করেন আদালত।

রাজন্য রুহানি, জামালপুর প্রতিনিধি
জামালপুর প্রতিনিধি | Website | + posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।