dailynobobarta logo
ঢাকাসোমবার , ২১ আগস্ট ২০২৩
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

জামালপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

রাজন্য রুহানি, জামালপুর প্রতিনিধি
আগস্ট ২১, ২০২৩ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের মাদারগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাফিয়া (১১) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে জেলায় এই প্রথম কোনো রোগীর মৃত্যু হলো।

রবিবার (২০ আগস্ট) রাতে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ওই শিক্ষার্থী। রাফিয়া উপজেলার চরপাকেরদহ্ ইউনিয়নের ফাজিলপুর এলাকার সামিউল ইসলামের মেয়ে। সে উপজেলার করিমুননেছা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

নিহতের স্বজনরা জানায়, গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল রাফিয়া। বাড়িতেই তার চিকিৎসা চলছিল। একপর্যায়ে ডেঙ্গু রোগ সন্দেহে (২০ আগস্ট) রবিবার তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম জয় জানান, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয় রাফিয়া। পরীক্ষায় তার ডেঙ্গু পজিটিভ আসে। সে মোতাবেক তার চিকিৎসা চলছিল। পরে তার অবস্থার অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই প্রথম কোনো রোগীর মৃত্যু হলো। এ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ৩৮ জন রোগী। এরমধ্যে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে ১৯ জন ও বিভিন্ন উপজেলার হাসপাতালে ভর্তি রয়েছে ১৯ জন।

রাজন্য রুহানি, জামালপুর প্রতিনিধি
জামালপুর প্রতিনিধি | Website | + posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।