dailynobobarta logo
ঢাকাসোমবার , ২১ আগস্ট ২০২৩
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

রামগড়ে ভারতীয় লেহেঙ্গা ও শেরওয়ানী জব্দ

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি
আগস্ট ২১, ২০২৩ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির রামগড় উপজেলার পিলাকখাল এলাকা হতে ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধ পথে নিয়ে আসা লেহেঙ্গা ও শেরওয়ানীর একটা চালান আটক করেছে দেশের সীমান্ত সুরক্ষায় নিয়জিত থাকা বর্ডার গার্ড বাংলাদেশ রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

সোমবার (২১ আগস্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ লাচারিপাড়া বিওপির নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে একটি টহল দল উপজেলার পিলাকখাল এলাকা হতে মালিকবিহীন অবস্হায় ৭ বস্তা ভর্তি এসব পোশাক জব্দ করে।

বিজিবি সুত্রে জানা যায়, পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে অবৈধ ভারতীয় এসব মালামাল রেখে পালিয়ে যায়, জব্দকৃত ভারতীয় অবৈধ এসব মালামালের মধ্যে রয়েছে ২২৮টি থ্রী পিস, ২৭পিস লেহেঙ্গা ও শেরওয়ানী ২ পিস জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১৫ লাখ টাকা।
জব্দকৃত এসব পোশাক সীতাকুন্ড কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

বর্ডারগার্ড বাংলাদেশ রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তে অবৈধ চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে বিজিবির নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি
+ posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।