dailynobobarta logo
ঢাকাবুধবার , ২৩ আগস্ট ২০২৩
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

মিজোরামে নির্মাণাধীন রেলসেতু ধসে নিহত

দৈনিক নববার্তা ডেস্ক
আগস্ট ২৩, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ভারতের মিজোরামে নির্মাণাধীন রেলওয়ে সেতু ধসে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছে। এছাড়া এখনো অনেকে দুর্ঘটনায় আটকা পড়েছেন।

বুধবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে। মিজোরামের আইজল শহর থেকে ২১ কিলোমিটার দূরে সাইরাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, নির্মাণাধীন রেলওয়ে সেতুটি ধসে ১৭ জন নিহত হয়েছেন। এছাড়া এখনো অনেকে ধ্বংসস্তুপের নীচে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। দুর্ঘটনার সময়ে সেতুটিতে ৩৫ থেকে ৪০ জন কাজ করছিলেন। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা জানিয়েছে, দুর্ঘটনার পর এখনও উদ্ধার অভিযান চলমান রয়েছে।

এক এক্স বার্তায় (টুইট) তিনি জানান, আজ আইজলের নিকটবর্তী সাইরাং এলাকায় রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে পড়েছে। এতে ১৭ জন নিহত হয়েছেন। তিনি দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানান এবং উদ্বার অভিযানে অংশ নেওয়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি দুর্ঘটনায় নিহতদের জন্য ২ লাখ রুপি ও আহতদের জন্য ৫০ হাজার রুপি অর্থসহায়তার ঘোষণা দিয়েছেন।

Daily Nobobarta | Website | + posts

'সত্য প্রকাশে আপোসহীন দৈনিক' স্লোগান সংবলিত দৈনিক নববার্তা'য় থাকছে দেশের ৬৪ জেলার ৪৯৫ উপজেলার খবর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।