অভিযোগ একটি পরাজয়ের নাম
সত্যি বলছি, কারো কাছে কোনো অভিযোগ নেই
হতে চাই না কোনো পরাজিত সৈনিক…
এটা সত্য, হয়তো হতে পারি অভিযুক্তের দায়ে অপরাধী
তবুও বলছি, কারো কাছে কোনো অভিযোগ নেই
কল্পিত কিংবা স্বর্গীয় পিপাসা জীবকে অভিযুক্ত করতে সাহায্য করে।
সত্য এটাই,
অর্থহীন অনুভূতি কোন জীবের অস্থিত্ব প্রমাণ করে না, তেমনি
স্পর্শহীনতার দহনে পুরো একটি জনপদ পুড়ে ছাঁই হয়ে যায়
আর তখন, অসঙ্গত বিলাপ ছাড়া সবকিছু মৃত হয়ে যায়…!
অথচ,
একটু স্পর্শিত অনুভূতি মৃত জীবকেও সতেজ করে তুলতে পারে….
<3 কবি : আমিনুল ইসলাম রুদ্র। কবিতা : স্পর্শিত অনুভূতি- ২৫০৮২০২৩ <3
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।