মানিকগঞ্জের ঘিওরে চাঞ্চল্যকর ইয়াজুল হত্যার রহস্য উদঘাটন এবং পরিকল্পনাকারী মূলহোতাসহ ০৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-৪। গতকাল বৃহস্পতিবার রাত ৮ ঘটিকায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৪ এর কোম্পানি কমান্ডার মোঃ আরিফ হোসেন।
জানা যায়, পূর্ব শত্রুতার জেরে শরীফ মিয়া, সজীব ও স্বাধীন তাকে কালিগঙ্গা নদীতে ট্রলারে বেড়ানোর কথা বলে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরদিন নদীতে তার লাশ ভেসে উঠে। ভিকটিমের স্ত্রী রিমা ঘিওর থানায় একটি জিডি করেন। তার প্রেক্ষিতে র্যাব এর অভিযানে আসামিদের আটক করা হয়।
গত ২৪ আগস্ট ২০২৩ ইং তারিখ সকাল ০৫:৩০ ঘটিকায় মানিকগঞ্জ জেলার ঘিওর এলাকায় অভিযান পরিচালনা করে ক্লুলেস ও চাঞ্চল্যকর ইয়াজুল হত্যার মূল পরিকল্পনাকারী ও মূলহোতা সহ ০৩ আসামীকে গ্রেফতার করতে হয়। গ্রেপ্তারকৃতরা হল ঘিওর পূর্ব আশাপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে সজীব (২৫) নেয়ামুদ্দিনের ছেলে স্বাধীন (২০) সলিম উদ্দিনের ছেলে শরীফ (৪০)।
র্যাব ৪ এর কোম্পানি কমান্ডার মোঃ আরিফ হোসেন বলেন- উক্ত আসামীরা মানিকগঞ্জ জেলার ঘিওর এলাকায় অবস্থান করছে। যার প্রেক্ষিতে র্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল হত্যার আসামী সজিব, শরীফ ও স্বাধীনকে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃত আসামীরা চাঞ্চল্যকর ইয়াজুল হত্যার সাথে সরাসরি জড়িত বলে স্বীকার করে।
পরবর্তী গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট নৌ-পুলিশ থানায় হন্তান্তর করা হয়েছে। এবং লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।