ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নৈকাঠি গ্রাম থেকে ৮০ পিছ ইয়াবা ও ৪ পিছ ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী নৈকাঠি এলাকার মোঃ আবুল হোসেনের স্ত্রী আখি বেগম (৪০)।
ঝালকাঠি জেলা ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল মহোদয়ের নির্দেশনায় গোপন সংবাদের ভিক্তিতে গত শনিবার রাতে আখি বেগমের রান্না ঘরে তল্লাশি চালিয়ে ইয়াবা ও ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ের বিরুদ্ধে রাজাপুর থানায় ২৭ শে অগস্ট রবিবার মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে মামলা নম্বর ৭। ঝালকাঠি জেলাকে মাদক মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।