আজ রবিবার, ২৭ আগস্ট ২০২৩ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

যশোরে ডা. হারুন অর রশীদ দ্বারা সাংবাদিকদের হয়রানি

প্রতিবেদক
অমিতাভ মল্লিক, যশোর প্রতিনিধি
রবিবার, ২৭ আগস্ট ২০২৩ | ১১:২৭ অপরাহ্ণ
যশোরে ডা. হারুন অর রশীদ দ্বারা সাংবাদিকদের হয়রানি

যশোরে ৭১ টেলিভিশনের সাংবাদিকের পেশাদারিত্ব কাজ করতে গিয়ে ক্যামেরা পার্সন শাহারুল ইসলামসহ প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ও বিটিভির যশোর প্রতিনিধি ওহাবুজ্জামান ঝন্টু এবং ৭১ টেলিভিশনের সাংবাদিক এসএম ফরহাদকে যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশীদ লাঞ্ছিত করেন। সেইসাথে প্রশাসনের হাতে সোপর্দ করেন।

এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মো: মতিয়ার রহমান, যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক নুরুল আমিন, শিপন সরদার, বাংলাদেশ প্রেসক্লাব খুলনা বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক ও মনিরামপুর উপজেলা শাখার সভাপতি অমিতাভ মল্লিক, সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক শাহজাহান শাকিল, জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ হুসাইন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব সুমন সরদার, বিএমএসএসের খুলনা বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি খন্দকার আশিকুর রহমান টনি, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, বিএমএসএসের যশোর জেলার সভাপতি মোঃ নাসিম রেজা।

Advertisements

এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন- সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা এবং তাদের লাঞ্ছিত করার ঘটনাটি স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী । তারা ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন
অমিতাভ মল্লিক, যশোর প্রতিনিধি
যশোর প্রতিনিধি | Website | + posts
x

সর্বশেষ - মানিকগঞ্জ