dailynobobarta logo
ঢাকামঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩
 1. অন্যান্য
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. খেলাধুলা
 5. গণমাধ্যম
 6. ধর্ম
 7. প্রযুক্তি
 8. বাংলাদেশ
 9. বিনোদন
 10. বিশেষ নিবন্ধ
 11. লাইফস্টাইল
 12. শিক্ষা
 13. শিক্ষাঙ্গন
 14. সারাদেশ
 15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

রুবাইত হাসান, নওগাঁ প্রতিনিধি
আগস্ট ২৯, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর পত্নীতলায় শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ আগষ্ট) কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (সিআইবি’র) সৌজন্যে ও উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় উপজেলা সদরের নজিপুর লুথারেন মিশনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালার শিশুদের সাংবাদিকতা বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রেসক্লাবের সদ্য বিলুপ্ত কমিটির সাবেক সাধারন সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির পত্নীতলা সভাপতি রবিউল ইসলাম। প্রশিক্ষণে সহায়ক হিসেবে ছিলেন সমাজ উন্নয়ন কর্মী ও নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক রক্তের ফেরিওয়ালা খ্যাত এ জেড মিজান।

প্রশিক্ষণ কর্মশালায় শিশুদের সাংবাদিকতা বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়। এ জেড মিযান তার বক্তব্যে বলেন, “প্রশিক্ষণ নিয়ে তোমরা শিশুদের অধিকার, সমস্যা, সম্ভাবনা ও বঞ্ছনার কথা তুলে ধরবে। তোমাদের মধ্যে যে প্রতিভা আছে, তার বিকাশ ও শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে হবে।”

তিনি আরো বলেন, “প্রশিক্ষণ পেয়ে তোমাদের এ সুযোগ কাজে লাগাতে হবে। প্রশিক্ষণে অর্থায়ন প্রতিষ্ঠান ও আয়োজক প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুধীজন প্রমুখ উপস্থিত ছিলেন।

রুবাইত হাসান, নওগাঁ প্রতিনিধি
+ posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।