dailynobobarta logo
ঢাকামঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

এশিয়া কাপের ৬ দলের স্কোয়াড

স্পোর্টস ডেস্ক
আগস্ট ২৯, ২০২৩ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

অবশেষে এশিয়া কাপ শুরু হওয়ার একদিন আগে সকল দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আর দেরিতে হলেও মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যায় বাকি থাকা দল শ্রীলঙ্কাও তাদের দল ঘোষণা করেছে। এবার এক নজরে দেখা যাক কেমন হল ছয় দলের এশিয়া কাপের স্কোয়াড।.

এশিয়া কাপের দলগুলোর মধ্যে সবচেয়ে প্রথমে দল ঘোষণা করে নেপাল। প্রথমবারের মতো এই টুর্নামেন্ট খেলতে যাওয়া নেপাল পূর্ণাঙ্গ শক্তির দলই ঘোষণা করেছে। নেপালের পর একে একে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তানের পর অবশেষে ইনজুরি জর্জরিত শ্রীলঙ্কা তাদের দল ঘোষণা করে।

এবারের এশিয়া কাপ খেলা হচ্ছে হাইব্রিড মডেলে। পাকিস্তান স্বাগতিক হলেও, বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। আগামী ৩০ আগস্ট পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের এশিয়া কাপ।

বাংলাদেশ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নাইম শেখ, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।

ভারত স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), ভিরাট কোহলি, শুবমান গিল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদ্বীপ যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), আক্সার প্যাটেল, শারদুল ঠাকুর, সুরিয়াকুমার যাদব, তিলক ভার্মা, প্রসিদ্ধ কৃষ্ণা। রিজার্ভ– সাঞ্জু স্যামসন।

পাকিস্তান স্কোয়াড
আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম–উল–হক, বাবর আজম (অধিনায়ক), সালমান আলি আগা, ইফতিখারআহমেদ, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ এবং শাহীন শাহ আফ্রিদি। ট্রাভেলিং রিজার্ভ– তৈয়ব তাহির

শ্রীলঙ্কা স্কোয়াড
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চারিথ আশালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশন হেমন্ত, দুনিথ ওয়েল্লালাগে, মহেশ থিকসানা, প্রমোদ মাদুশান, কাসুন রাজিথা, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা।

আফগানিস্তান স্কোয়াড
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইকরামআলিখিল, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবেদিন নাইব, রাশিদ খান, করিম জানাত, নূর আহমেদ, মুজিব উর রহমান, ফজল হকফারুকী, আবদুল রহমান, মোহাম্মদ সালিম সাফি ও শারাফউদ্দিন আশরাফ।

নেপাল স্কোয়াড
রোহিত পাউডেল (অধিনায়ক), আসিফ শেখ (উইকেটকিপার), কুশল ভুর্টেল, ললিত রাজবংশী, ভীম শারকি, কুশল মাল্লা, দীপেন্দ্রসিং আইরি, সন্দ্বীপ লামিচানে, করণ কেসি, গুলশান ঝা, আরিফ শেখ, সোমপাল কামি, প্রতিস জিসি, কিশোর মাহাতো, সন্দ্বীপ জোরা, অর্জুন সৌদ ও শ্যাম ঢাকল।

স্পোর্টস ডেস্ক
+ posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।