dailynobobarta logo
ঢাকামঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

নন্দীগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৪

Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে কাথম-কালিগঞ্জ সড়কে দিনদুপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজিসহ আটককৃতদের কাছ থেকে তিনটি চাকু, দুটি লোহার রড ও তিনটি সাদা রশি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ৭জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২/৩জনকে আসামী করে মামলা দায়ের করেছেন থানার উপ-পরিদর্শক মজিবর রহমান।

আটককৃত চারজনকে মঙ্গলবার দুপুরে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়। তারা হলো- সিরাজগঞ্জ সদরের মিরপুর এলাকার ইউসুফ আলীর ছেলে ইব্রাহিম হোসেন (৩৩), একই উপজেলার মিরপুর দক্ষিণপাড়ার ইসমাইল হোসেন শেখের ছেলে সুমন শেখ (২০), একই এলাকার কাশেম আলীর ছেলে জিয়াউল হক শুভ (২০) এবং মিরপুর উত্তরপাড়ার মজনু শেখের ছেলে আসলাম শেখ (২২)।

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক বিকাশ চক্রবর্তী জানান, গত সোমবার দুপুর সাড়ে ১২টায় খবর আসে কাথম-কালিগঞ্জ সড়কের উপজেলার ভাটরা ইউনিয়নের ভাগবজর বাজার থেকে ৩শ’গজ পূর্বে কাঁঠাল গাছের নিচে একদল অপরাধী দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। তারা সড়কে চলাচলরত যানবাহনে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিলো।

এ খবর পাওয়া মাত্রই থানা পুলিশ অভিযানে নামে। পুলিশের উপস্থিতি টেরপেয়ে সেখানে থাকা দুটি সিএনজিযোগে ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া করে একটি সিএনজিসহ চারজনকে আটক করা হয়। তবে একটি সিএনজিযোগে ৫/৬জন ডাকাত পালিয়ে গেছে। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে একাধিক ডাকাতের ব্যাপারে তথ্য দিয়েছে।

রাসেল মাহমুদ, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
+ posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।