dailynobobarta logo
আজ বুধবার, ৩০ আগস্ট ২০২৩ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

শ্রীবরদীর পাহাড়ি এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ

প্রতিবেদক
বেলায়েত হোসাইন, শেরপুর প্রতিনিধি
বুধবার, ৩০ আগস্ট ২০২৩ | ১১:২৭ অপরাহ্ণ
শ্রীবরদীর পাহাড়ি এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ

শেরপুরের শ্রীবরদীর পাহাড়ি এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ করা হয়েছে। ৩০ আগস্ট বুধবার বিকালে উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বেসরকারি সংস্থা মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বাবেলাকোলা বিডি-০৪২৪ আয়োজনে অফিস প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে মশারি বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন- প্রকল্পের ম্যানেজার মি. সুলভ রিছিল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো, কামরুজ্জামান। তিনি এসময় বলেন, প্রত্যেক শিশুর অভিভাবক যাতে মশারি ব্যবহার করে। শিশুরা যাতে মশা থেকে সুরক্ষিত থাকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রাঞ্জল এম সাংমা। তিনি প্রত্যেককে ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহবান জানান। প্রকল্পের কর্মী জীবন ম্রংয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোকাল সেক্টর কমিটির চেয়ারম্যান ক্লেনসন থিগিদি।

বিজ্ঞাপন

এ সময় ৩ শত ১৫ জন শিশুর মাঝে একটি করে মশারি বিতরণ করেন অতিথি বৃন্দ্ব। পরে শিশুদের অভিভাবকদের জন্য দুই মাসব্যাপী সেলাই মেশিন প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুজ্জামান।

এ সময় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বাবেলাকোনা বিডি- ০৪২৪ এর কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিশুসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
বেলায়েত হোসাইন, শেরপুর প্রতিনিধি
শেরপুর প্রতিনিধি | Website | + posts
বিজ্ঞাপন
x

সর্বশেষ - মানিকগঞ্জ