dailynobobarta logo
ঢাকামঙ্গলবার , ৫ সেপ্টেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

মাটিরাঙ্গায় ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কীটসহ গ্রেফতার ৬

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি
সেপ্টেম্বর ৫, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির মা‌টিরাঙ্গায় অবৈধ পথে নিয়ে আসা ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কীটসহ ৬ চোরাচালান কারবারিকে আট‌ক করা হয়েছে। সোমবার (৫‌ সে‌প্টেম্বর) দুপুর ১২টার দিকে মা‌টিরাঙ্গা থানায় এক প্রেস‌ব্রিফিং‌য়ে এসব তথ্য জানানো হয়।

আটককৃতরা হলে- বর্ণাল ইউনিয়নের সওদাগর পাড়ার মৃত: সিরাজুল ইসলামের ছেলে মো: আনোয়ার হোসেন (২৮), ডাকবাংলা মুসলিম পাড়ার মো: আবু তাহেরের ছেলে মো: জাকির হোসেন (৩০), চেয়ারম্যান পাড়ার মো: সামছুর রহমানের ছেলে মো: মুহিম উদ্দিন (২৮), ডাকবাংলা আলাউদ্দিন মেম্বার পাড়ার শাহাবুদ্দিনের মো: জাহাঙ্গীর আলম (২৮), ডাকবাংলা আলাউদ্দিন মেম্বার পাড়ার মো: জুলকু মিয়ার ছেলে মাইন উদ্দিন (২৮) ও মাটিরাঙ্গা পৌরসভার মিস্ত্রিপাড়ার মো. রজব আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৯) নামে ছয়জনকে আটক করা হয়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান। গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ৪ সেপ্টেম্বর, দুপুর সাড়ে ১২টার দিকে মাটিরাঙ্গার উপ‌জেলা প‌রিষ‌দের সামনে একটি মাই‌ক্রোবাস যাহার নাম্বার (ঢাকা মেট্র-চ-৫৩-৬৫৫৪) থেকে তল্লাশি চালিয়ে ভারতীয় অবৈধ ডেঙ্গু পরীক্ষার কীট ও ৬ চোরাকারবারি আটক সহ অ‌বৈধ মালামাল বহনকারী মাইক্রোবাসটি ‌জব্দ করা হয়।

আটককৃত মালামা‌লের ম‌ধ্যে র‌য়ে‌ছে ডেঙ্গু পরীক্ষার ভারতীয় কীট ৩৯০০ পিস, প্লাস‌টি‌কের বড় ড্রপার ২৭০০‌টি, এ্যাম্পুল ৯৮ পিস, প্লাস‌টি‌কের ছোট ড্রপার ১৩০০‌টি। আটকৃত অবৈধ এসব মালামা‌লের আনুমা‌নিক বাজার মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।

পু‌লিশ সুপার ব‌লেন, সম্প্রতি মশার কামড় জ‌নিত কা‌র‌ণে দে‌শে ডেঙ্গু রো‌গের ভয়াবহতার সু‌য়োগ নি‌য়ে এক শ্রেণির অসাধু মহল অ‌ধিক লা‌ভের আশায় সরকা‌রের অনুমোদন ছাড়া নি‌য়ে আসা ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কীটের কার্যকা‌রিতা নি‌য়ে স‌ন্দেহ র‌য়ে‌ছে। নাগ‌রিক সেবা নি‌শ্চিত করতে চোরাকারবা‌রি,মাদকসহ যেকোন অপরাধ দম‌নে খাগড়াছ‌ড়ি জেলা পু‌লিশ গো‌য়েন্দা তৎপরতাসহ সকল আইনগত কার্যক্রম অব্যাহত থাক‌বে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মাহমুদা বেগম, সহকারী পুলিশ সুপার (মা‌টিরাঙ্গা সা‌র্কেল) আবু জাপর মোহাম্মদ সা‌লেহ, মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ ও‌সি (তদন্ত) মো. শ‌রিফ ও থানা কর্মরত পু‌লিশ সদস‌্য বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী প্রমূখ।

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি
+ posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।