dailynobobarta logo
ঢাকাবুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
সালাউদ্দিন মাহমুদ জাহিদ
আজকের সর্বশেষ সবখবর

কৌশলে মাদক কারবার, তবুও শেষ রক্ষা হলো না

রাসেল মাহমুদ, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৩ ৯:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

কৌশলে মাদক কারবার, তবুও শেষ রক্ষা হলো না মাদক কারবারি রেজাউল করিমের। বগুড়ার নন্দীগ্রামে তিন মামলার আসামী পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে করছিলো মাদকের কারবার। গতকাল পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি রেজাউল করিম (৩৭) এক কেজি গাঁজাসহ গ্রেফতার হয়েছে। সে উপজেলার বৃকঞ্চি গ্রামের মৃত কছিমুদ্দিন মাঝির ছেলে।

পুলিশ জানিয়েছে, নিজ এলাকায় মাদক কারবারি হিসেবে পরিচিত হওয়ায় পুলিশের নজরে ছিল রেজাউল করিম। তার বিরুদ্ধে পূর্বের তিনটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। যেকারণে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা টিকিয়ে রাখতে নিজের গ্রাম ছেড়ে নন্দীগ্রাম পৌরসভার বেলঘড়িয়া সড়কপাড়া এলাকায় বসবাস করছিল। সেখানে বসতবাড়িতে বসেই মাদকের কারবার চালাতো রেজাউল করিম।

গতকাল মঙ্গলবার থানার উপ-পরিদর্শক বিকাশ চক্রবর্তী এসব তথ্য জানান। গোপন তথ্যের ভিত্তিতে গত রোববার রাতে বেলঘড়িয়া সড়কপাড়া এলাকায় ওই মাদক কারবারির বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। কৌশলে পালানোর চেষ্টায় ব্যর্থ হয় রেজাউল।

স্থানীয় লোকজনের উপস্থিতিতে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তার শয়ন ঘরে মাদকদ্রব্য গাঁজা আছে। খাটের তোষকের নিচ থেকে নিজ হাতে পলিথিনে মোড়ানো এক পোটলা গাঁজা বের করে দেয় ওই মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রাসেল মাহমুদ, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
+ posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।