শোভাযাত্রা ও আনন্দ র্যালির মধ্যদিয়ে মানিকগঞ্জের ঘিওরে সনাতন ধর্মালম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঘিওর কেন্দ্রীয় নাট মন্দির থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ঘিওরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ঘিওর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সচিন্দ্রনাথ মিত্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জে ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ এম নাইমুর রহমান দুর্জয় এমপি।
পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীল গোবিন্দের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো: জিয়াউল হক জিয়া, জেলা যুবলীগের আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক রাজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: আবুল বাশার, উপজেলা যুবলীগের সভাপতি মো: বাবুল বেপারী, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরীফ।
এসময় এমপি দুর্জয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন ও আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনার জন্য আহ্বান করেন। এছাড়াও তিনি জন্মাষ্টমীতে আশা সকল ভক্ত বৃন্দকে শুভেচ্ছা জানান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।