dailynobobarta logo
আজ বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
 1. অন্যান্য
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. খেলাধুলা
 5. গণমাধ্যম
 6. ধর্ম
 7. প্রযুক্তি
 8. বাংলাদেশ
 9. বিনোদন
 10. বিশেষ নিবন্ধ
 11. লাইফস্টাইল
 12. শিক্ষা
 13. শিক্ষাঙ্গন
 14. সারাদেশ
 15. সাহিত্য

মণিপুরে নগ্ন করে দুই নারীকে হাঁটানো!

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ | ৩:০৮ অপরাহ্ণ
মণিপুরে নগ্ন করে দুই নারীকে হাঁটানো!

ভারতের মণিপুর রাজ্যে দুই নারীকে বিবস্ত্র করে সড়ক ধরে হাঁটিয়েছে একদল পুরুষ। গা শিউরে ওঠার মতো ঘটনাটির ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার পাশাপাশি জড়িতদের বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন মহল। আদিবাসী এক সংগঠনের অভিযোগ, একটি মাঠে ধর্ষণের শিকার হয়েছেন দুই নারী।

ইন্ডিজেনাস ট্রাইবাল লিডার্স ফোরাম (আইটিএলএফ) নামের সংগঠনের বিবৃতিতে বলা হয়, মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে ক্যাংপোকপি জেলায় গত ৪ মে ঘটনাটি ঘটে, তবে পুলিশ বলেছে, ঘটনাটি অন্য জেলার। যদিও এ সংক্রান্ত এজাহার করা হয়েছে ক্যাংপোকপি জেলায়।

রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং অগ্রাধিকার ভিত্তিতে ঘটনাটির তদন্ত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। বীরেন এনডিটিভিকে বলেন, ঘটনার বিষয়ে তিনি ও রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। অপরাধীদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে স্মৃতিকে আশ্বস্ত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার বিষয়টি জানিয়েছেন স্মৃতি ইরানি।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

সর্বশেষ - মানিকগঞ্জ