dailynobobarta logo
ঢাকাশনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

ঘিওরে প্রবীণ জাসদ নেতা তমিজ উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ৯, ২০২৩ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জের ঘিওর উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ আয়োজিত মরহুম তমিজ উদ্দিন আহমেদের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এলিভেন ব্রাদার্স হলরুমে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জ জেলা জাসদের সহ-সভাপতি আশরাফ উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি।

উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত ময়নার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- ঘিওর উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম খান, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক কোকন ঠাকুর, বীর মুক্তিযোদ্ধা অজয় কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আতোয়ার রহমান, উপজেলা বি এন পির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, জেলা জাসদের যুগ্ম সম্পাদক কে এম উবায়দুল ইসলাম, মরহুম তমিজ উদ্দিনের সহধর্মিনী রেহেনা আক্তার, ঘিওর এলিভেন ব্রাদার্সের সভাপতি গোপাল চন্দ্র শীল, জেলা জাসদের সদস্য মোঃ আবুল হাসেম, উপজেলা যুবজোটের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবু প্রমুখ।

স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মরহুম তমিজ উদ্দিনের জীবনাদর্শ নিয়ে আলোচনা করা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ প্রতিনিধি | Website | + posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।