আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর বাজারে মাছের সেট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টায় হাট বাজারের অর্থায়নের বাজেট থেকে এই সেটটি উদ্বোধন করা হয়।
ঘিওর ইউনিয়ন পরিষদ ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- ৪নং ঘিওর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: অহিদুল ইসলাম টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: আতোয়ার রহমান, ঘিওর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাম সাহাসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমান বলেন- ঘিওর হাট একটি ঐতিহ্যবাহী হাট, হাটে বেচা বিক্রি করতে আসা জনগণ যাতে সুবিধা ভোগ করে সে ব্যবস্থাই আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে করব।
এ সময় অহিদুল ইসলাম টুটুল বলেন- ঘিওর বাজারটি ঐতিহ্যবাহী বাজার। দীর্ঘদিন যাবত সেটটি জরাজীর্ণ অবস্থায় ছিলো বাজেট না থাকায় সেটটি নির্মাণ করা সম্ভব হয়নি। দেরিতে হলেও এবারের বাজেটে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কাজটি করা সম্ভব হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।