dailynobobarta logo
ঢাকারবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছবি ব্যবহার করে কোচিং বাণিজ্য!

অহিদ সাইফুল, ঝালকাঠি প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠিতে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছবি ব্যবহার করে চলছে কোচিং বাণিজ্য। বাইরে থেকে যে কেউ দেখলে মনে করবেন, এটা সরকারী স্কুল ও কলেজের শাখা প্রতিষ্ঠান। ভিতরে ব্যক্তি মালিকানাধীন কোচিং সেন্টার। এটি ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোরে অবস্থিত “এসিসি কোচিং” নামের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান।

শহরের প্রাণকেন্দ্র ফায়ার সার্ভিস মোড়ে এধরনের সাইনবোর্ড টাঙানোয় হতবাক শিক্ষানুরাগীরা। তারা বলছেন এমন একটা সাইনবোর্ড ব্যবহার করে কিভাবে কোচিং বানিজ্য চালাচ্ছে। আর এটি দেখার কি কেউ নেই?

ঝালকাঠি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুছ বলেন, ‘সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ছবি ব্যবহার করে কোচিং সেন্টারের সাইনবোর্ড টাঙানো আইনগত দন্ডনীয় অপরাধ। যারা করেছে সঠিক করনি। দ্রুত সাইনবোর্ড পরিবর্তন না করলে ব্যবস্থা নেয়া হবে।’

ঝালকাঠি সরকারী হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদ হোসেন খান বলেন, ‘বিষয়টি শুনলাম। আমার বা আমাদের অন্য শিক্ষকদের কারো চোখেও পরেনি। সরকারী বিদ্যালয়ের ছবি ব্যবহার করে যারা কোচিং সেন্টারের ব্যবসা করছে তারা অপরাধ করেছে। আমরা স্কুলের পক্ষ থেকে বিষয়টি খোজ নিবো এবং ছবি অপসারনের ব্যবস্থা নিবো।’

এসিসি ভর্তি কোচিং সেন্টারের পরিচালক মো. তোহা বলেন, ‘বিশ্ববিদ্যালয় এবং নার্সিং ভর্তির জন্য সরকারী স্কুল ও কলেজের শিক্ষার্থীরা আমাদের এখনে ভর্তি হয় তাই আমরা সাইনবোর্ডে ঐসব শিক্ষা প্রতিষ্ঠানের ছবি সাইনবোর্ডে দিয়েছি। তবে এটি অপরাধ কিনা তা আমাদের জানানেই।’

অহিদ সাইফুল, ঝালকাঠি প্রতিনিধি
অহিদ সাইফুল, ঝালকাঠি প্রতিনিধি at Daily Nobobarta | Website | + posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।