dailynobobarta logo
ঢাকামঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

শেরপুরে তুলার গোডাউনে আগুন

বেলায়েত হোসাইন, শেরপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২৩ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে তুলা ও ঘরসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস বলছে ক্ষতির পরিমান আনুমানিক ২ লাখ টাকা হবে।

জানা গেছে, ১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়া পরানপুর এলাকায় মো: আল আমিন এর তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টা দিকে তুলা গোডাউনে বিদ্যুতের সর্টসার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। আগুন লাগার সাথে সাথেই তুলার স্তূপে লেগে যায় ঘরসহ সব তুলা পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তুলা গোডাউনের মালিক মো. আল আমিন বলেন- কারেন্টের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জেনেছি। এসে দেখি তুলাসহ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৫ লাখ টাকার তুলা পুড়ে গেছে।

এদিকে ফয়ার সার্ভিস অফিসের সাব অফিসার আব্দুল কাদের জানায়, আমরা অগ্নিকান্ডের খবর পেয়েই ঘটনাস্থলে যাই এবং ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনি। বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ২ লাখ টাকা হতে পারে বলে তিনি জানায়।

বেলায়েত হোসাইন, শেরপুর প্রতিনিধি
শেরপুর প্রতিনিধি | Website | + posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।