dailynobobarta logo
ঢাকাবুধবার , ১৩ সেপ্টেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

জামালপুরে নারীসহ ইউনিয়ন যুবদলনেতা আটক

রাজন্য রুহানি, জামালপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সদর উপজেলার রানাগাছা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. জাকির উল্লাহ শিপলুকে এক যুবতীসহ আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বানারেরপাড় এলাকায় ওই যুবক যুবতীকে আটক করে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেওয়া হলে দুপুরে তাদের দুজনকে আটক আদালতে প্রেরণ করা হয়।

এলাকাবাসী জানায়, বুধবার সকাল ৭টার দিকে বানারেরপাড় এলাকার আশরাফ হোসেন লেবু (সাবেক মেম্বার) এর ছেলে মো. জাকির উল্লাহ শিপলু (৩৫) স্থানীয় এক যুবতীর ঘরে অনৈতিক কাজের উদ্দেশ্যে প্রবেশ করে। পরে বিষয়টি স্থানীয়রা জানতে পেরে বাইরে থেকে শিপলু ও যুবতীকে ঘরে তালাবদ্ধ করে রাখে। খবর পেয়ে ওই ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য সেলিম রেজা ঘটনাস্থলে যান। পরবর্তীতে জামালপুর সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদের দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। তারা এর আগেও আরও কয়েকবার এরকম ঘটনা ঘটিয়েছিল বলে জানান এলাকাবাসী।

স্থানীয় ইউপি সদস্য সেলিম রেজা জানান, তারা উভয়ই একই স্বভাবের। এর আগেও তারা এমন ঘটনা ঘটিয়েছে। আজকের ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গেলে আমাকে তারা এড়িয়ে যায়। পরে সেখান থেকে আমি চলে আসি। পরবর্তীতে পুলিশ এসে তাদেরকে আটক করে নিয়ে যায়।

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এলাকাবাসী তাদের দুজনকে আটকে রাখে। পরে পুলিশে খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তাদের দুজনকে ২৯০ (গণউপদ্রব) ধারায় আদালতে প্রেরণ করা হয়।

রাজন্য রুহানি, জামালপুর প্রতিনিধি
জামালপুর প্রতিনিধি | Website | + posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।