স্যালাইনের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে সারাদেশের অংশ হিসেবে শেরপুরে অভিযান পরিচালনা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ ১৪ সেপ্টেম্বর দুপুরে জেলার হাসপাতাল রোড ও নিউমার্কেট থেকে রঘুনাথ বাজার এলাকা পর্ষন্ত ওই অভিযান পরিচালিত হয়। এসময় মূল্য বেশি রাখার অপরাধে এক প্রতিষ্ঠানকে ৮হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম। এছাড়াও জেলা কৃষি বিপণন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ অভিযানে সহযোগিতা করেন। এছাড়াও বাকি ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
মন্তব্য করুন