মানিকগঞ্জ বন্ধুমহল ২০০১ সালের বন্ধুরা যমুনা নদীতে নৌকা ভ্রমণের আয়োজন করে। এ সময় দৌলতপুর উপজেলার বাগুটিয়ারচর ও বাচামারা চরের সৌন্দর্য উপভোগ করে তারা।
শনিবার (২২ জুলাই) সারাদিন আনন্দ আড্ডায় কাটে দিনটি। কেউ গান গেয়ে আবার কেউ কৌতুক বলে আনন্দময় সময় কাটান। দিনব্যাপী এ আয়োজনে ছিল নদীর পাড়ে বেড়ে ওঠা শরৎ এর কাশবনে কাশ ফুলের সৌন্দর্য উপভোগ করা ও বন্ধুদের আড্ডা। দুপুরে নদীতে সাঁতার কাটা ও খাবার খাওয়া, ফটোসেশন স্মৃতিচারণসহ বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে দিনটি কাটায়।
সৌদি প্রবাসী মোঃ ইলিয়াছ হোসেনের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ বন্ধ মহলের এডমিন মো: জয়নুল আবেদীন, ঘিওর উপজেলা বন্ধু মহলের এডমিন মোঃ রুহুল খান, সদস্য সচিব মো: ফরিদ মিয়াসহ মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বন্ধু মহলের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।