dailynobobarta logo
ঢাকাশনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

মানিকগঞ্জে ছাত্রলীগের কমিটিতে মাদকসেবী সজিবুর!

দৈনিক নববার্তা ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ও বিএনপি পরিবারের সন্তানদের কমিটিতে পদ দিয়ে মানিকগঞ্জের শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গে শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের নতুন সভাপতি সজিবুর রহমান ইফতীর মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

‌‘মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী’ সজিবুর রহমান ইফতীকে সভাপতি ও বিএনপি পরিবারের সন্তান আদিত্য পন্ডিত রিশাকে সাধারণ সম্পাদক পদ দিয়ে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম ওই কমিটি ঘোষণা করেন।

স্থানীয় ছাত্রলীগ নেতাদের সূত্রে জানা গেছে, সজিবুর রহমান শিবালয় ইউনিয়ন ছাত্রলীগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে মাদক সেবন ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। স্থানীয় একজন জনপ্রতিনিধির ছত্রছায়ায় তিনি মাদক ব্যবসা করে যাচ্ছেন।

এলাকার ছেলে মেয়েরা মাদক সেবনে জড়িয়ে পড়ায় স্থানীয় লোকজন সজিবুর রহমানের মাদক ব্যবসার প্রতিবাদ করেও ঠেকাতে পারছেন না। স্থানীয় জনপ্রতিনিধির কাছের লোক হওয়ায় ইফতীর বিরুদ্ধে প্রশাসনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।

তিনি আরও জানান, নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আদিত্য পন্ডিত রিশার আপন চাচা এসকে পন্ডিত ভজন শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। এই কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানতে চাইলে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন বলেন- স্থানীয় এমপির (নাঈমুর রহমান দুর্জয়) সুপারিশ অনুযায়ী আমরা কমিটি দিয়েছি।

সজিবুর রহমানের মাদক সেবনের একটা ছবি ফেসবুকে ভাইরাল হলে তা এমপি মহোদয়কে পাঠিয়েছি, তিনি জানিয়েছেন ছবিটি এডিট করা। আদিত্য পন্ডিত রিশার জন্য এমপি সুপারিশ করেছেন। তাকে আমরা এ কারণে পদ দিয়েছি।

Daily Nobobarta | Website | + posts

'সত্য প্রকাশে আপোসহীন দৈনিক' স্লোগান সংবলিত দৈনিক নববার্তা'য় থাকছে দেশের ৬৪ জেলার ৪৯৫ উপজেলার খবর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।