dailynobobarta logo
ঢাকাসোমবার , ১৮ সেপ্টেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

জবি ক্যাম্পাসে র‍্যাগিং করলে ছাত্রত্ব বাতিল

সৈয়দ রাকিবুজ্জামান রকি, জবি প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে কেউ কোনো ধরনের র‍্যাগিংয়ের অপরাধে জড়িত হলে ছাত্রত্ব বাতিলের সঙ্গে অভিভাবকদেরও জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ট্রেজারার অধ্যাপক ড.কামালউদ্দীন আহমদ। রোববার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের নবীনবরণ ও সেমিনার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য বলেন, নবীন শিক্ষার্থী অনেক স্বপ্ন নিয়ে ক্যাম্পাসে আসে, তাদের সুন্দর স্বপ্ন পূরণ করা আমাদের দায়িত্ব। তাদের স্বপ্নপূরণে বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের র‍্যাগিংয়ে না জড়ানোর জন্য দাপ্তরিক নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। এরপরও যদি কেউ র‍্যাগিং করে, তবে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

লোক প্রশাসন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. আছমা বিনতে ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মফিজুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সহযোগী অধ্যাপক শামীমা আক্তার। এসময় শিক্ষক-শিক্ষার্থীরা নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।

এসময় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, হল প্রভোস্ট, প্রক্টর ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সৈয়দ রাকিবুজ্জামান রকি, জবি প্রতিনিধি
+ posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।