গত ২১ জুলাই বিশ্ব সাহিত্য কেন্দ্রে ৮ম 'সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার ২০২৩' প্রদান করা হয়েছে। বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় প্রতিশ্রুতিশীল এবং প্রতিভাবান লেখক, গবেষক ও সংগঠকসহ সাহিত্যের বিভিন্ন শাখায় এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের সম্মাননা সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন- বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বরেণ্য কবি, সাহিত্য দিগন্তের সম্পাদক মণ্ডলীর সভাপতি আসলাম সানী। প্রধান অতিথি ছিলেন- বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বরেণ্য কবি, মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- প্রাকৃতজ শামিমরুমি টিটন (বহুমাত্রিক বরেণ্য লেখক, গবেষক, সংগঠক, প্রধান সম্পাদক, সাহিত্য দিগন্ত)।
বিশেষ অতিথি ছিলেন- মেহেরুন্নেছা (বরেণ্য কবি ও কথাসাহিত্যিক, সহযোগী অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা), মোঃ মেহেবুব হক (ডেপুটি কমিশনার, বিসিএস, কাস্টমস ও এক্সাইজ ক্যাডার, জাতীয় রাজস্ব বোর্ড), ফারজানা করিম (বণ্যে মিডিয়া ব্যক্তিত্ব, কবি, আবৃত্তিশিল্পী, সিনিয়র সংবাদ উপস্থাপক, ৭১ টেলিভিশন)।
২০২৩ সালে বিভিন্ন শাখায় পুরস্কার পেলেন-
সম্মাননা স্মারক-২০২৩ (৭জন)
বরেণ্য কবি আসলাম সানী, বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন, বরেণ্য কবি শাহীন রেজা, বরেণ্য কথাসাহিত্যিক মেহেরুন্নেছা, কবি মোঃ মেহেবুব হক, বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব ফারজানা করিম ও বরেণ্য লেখক, গবেষক, সংগঠক প্রাকৃতজ শামিমরুমি টিটন।
আজীবন সম্মাননা ২০২২ (২জন)
১) কবি মেহেরুন্নেছা (তাঁর লেখা ‘মহাকালের সন্তান’ কালজয়ী কবিতার জন্য)
২) শামসুদ্দিন হারুন আজীবন সম্মাননা (সাহিত্য ও সাংবাদিকতা)
বর্ষসেরা পুরস্কার-২০২২ (২৩ জন)
ঝুমু ইসলাম (ঔপন্যাসিক-২০২২), তাহেরা আখতার চৌধুরী (গল্পকার-২০২২), আব্দুর রাজজাক বকুল (বর্ষসেরা সংগঠক-২০২২)(সাধারণ সম্পাদক, বগুড়া লেখক চক্র), মোহাম্মদ বদরুদ্দোজা (প্রাবন্ধিক-২০২২), মোঃ মেহেবুব হক (কবি-২০২২), রিপন কুমার পাণ্ডে (কথাসাহিত্যিক-২০২২), মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী (সমাজসেবক-২০২২), মুর্শিদ উজ জামান (কথাসাহিত্যিক-২০২২), আইভি সাহা
(সাংস্কৃতিক ব্যক্তিত্ব-২০২২), রীতা রায় মিঠু (ঔপন্যাসিক-২০২২), লায়ন দিদার সরদার (গণমাধ্যম সংগঠক-২০২২), মেহবুবা হক রুমা
(রম্যলেখক-২০২২), শাহিদা পারভীন রেখা (কবি-২০২২), সাফিকা নাসরিন মিমি (কণ্ঠশিল্পী-২০২২), কবি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
(কবি-২০২২ কলকাতা), ড. রুমি শাইলা শারমিন (অনুবাদক-২০২২), নির্মাল্য বিশ্বাস (চলচ্চিত্র পরিচালক-২০২২ কলকাতা), কবি আশরাফ হাসান (কবি-২০২২), মোল্লা আশিকুর রহমান রিয়াল (কণ্ঠশিল্পী-২০২২), জহির খান (কবি ও নাটক পরিচালক-২০২২), জয়া বার্লিন (সমাজসেবক-২০২২)
সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার-২০২৩ (৪৬ জন)
কবি নাহার ফরিদ খান (কবি), হায়াত কামাল (কবি), মাহী ফারহানা (গল্পকার), মরিয়ম লিপি (আবৃত্তিশিল্পী), মাছুমা টফি একা (গল্পকার), মোঃ আজিজুল হক (কবি), শাহানী রাজীব (জাদুশিল্পী), হানিফ ওয়াহিদ (রম্য লেখক), নার্গিস জাহান (কবি), জাকিয়া এস আরা (কবি), শামিমা আখতার খান রুনি (উপস্থাপক ও আবৃত্তিশিল্পী), এস এম সাথী বেগম (গল্পকার), মোঃ এবাদুল আল জাফর (কবি),
মোহাম্মদ বেলায়েত হুসাইন বাদল (কবি), লুৎফুন নীরা (ঔপন্যাসিক), এম সাইদুর রহমান দুলা (কবি), মানিক লাল সাধু (কবি ও গবেষক), সৈয়দা রুবীনা (অনুবাদক), হাবীব সাখাওয়াত (কবি), জেনি সরকার (কবি), ডা. অমল কুমার বর্মন (শিশুসাহিত্যিক), খোরশেদ আলম (কবি), সৈয়দা নাজনীন আখতার (গল্পকার), জেসমিন আহমেদ (উদ্যোক্তা- সভানেত্রী, বকুলতলা), বৃষ্টি মাসুদ (গল্পকার-নির্বাসিত সুখ), বিধান দত্ত (ছড়াকার), কামরুন নাহার (ঔপন্যাসিক -আত্মজৈবনিক), শাহিনুর পারভীন (কবি), মোঃ মতিয়ার রহমান (কবি), মাকসুদা আননাহাল (কবি), দেলোয়ার হোছাইন (কবি), সেলিনা জামান (কবি), কবি আনোয়ার কামাল (সাহিত্য সংগঠক), কবি কাজল আক্তার নিশি (কবি), শাহীন আক্তার স্বাতী (ঔপন্যাসিক), বদরুন্নাহার বাবলী (গল্পকার), সারমিন আক্তার ময়না (সমাজসেবক), আউলিয়া পারভীন (ঔপন্যাসিক-শিশুতোষ), সোনিয়া তাসনিম (গল্পকার), কাঞ্চন মল্লিক (সমাজসেবক), ফারজানা বাতেন (সেরা রাঁধুনি), খন্দকার আতিক (কথাসাহিত্যিক), সুফিয়া জমির ডেইজী (কবি ও সম্পাদক), আসমা খানম (শিক্ষাবীদ), জাকির হোসেন বাবু (কণ্ঠশিল্পী), জেবুন্নেছা মুনিয়া (আবৃত্তিশিল্পী)।
অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনা করেন সাহিত্য দিগন্ত পত্রিকার সম্পাদক জায়েদ হোসাইন লাকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন- মেহবুবা হক রুমা, আয়শা জাহান নূপুর, ফৌজিয়া ইসলাম তিষা, ফাহিমা সারোয়ার সুফল, সৈয়দা হাবিবা মুস্তারিন ও জেবুননেছা মুনিয়া।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।