dailynobobarta logo
ঢাকাশুক্রবার , ২২ সেপ্টেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
সালাউদ্দিন মাহমুদ জাহিদ
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণ-অনশন

কিশোর কুমার দত্ত, লক্ষ্মীপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

গত সংসদ নির্বাচনের পূর্বে দেওয়া সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ।

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয়ে গণঅনশন চলবে ৬টা পর্যন্ত। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক।

ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এড. মিলন মন্ডল তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ এর কেন্দ্রীয় কমিটি জাতীয় ঐক্যমতে যে সাতটি দফা ঘোষনা করেছে। সে ৭দফার ৫টি দফা ২০২৮ সনের জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ঘোষনা করেছিলে ক্ষমতায় গেলে তারা ধর্মীয় সংখ্যালঘুদের ৫টি দাবী বাস্তবায়ন করবে। সে দাবীগুলোর মধ্যে ছিলো, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু মন্ত্রনালয় গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা।

কিন্তু বর্তমান সরকার ক্ষমতার আজ শেষ প্রান্তে এসেও আমরা আমাদের সে দাবীগুলোর কোন বাস্তবায়ন করতে পারিনাই। দাবীগুলো বাস্তবায়নে বর্তমান সরকারের নিকট জোর দাবী করেন তিনি। দাবী আদায় না হলে আগামীদিনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি যে কর্মসুচি ঘোষনা দেবে তা জীবন দিয়ে হলেও পালন করব বলে জানিয়েছেন ঐক্য পরিষদের এ নেতা।

গণঅনশনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এড. শৈবাল কান্তি সাহার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সভাপতি এড. জহরলাল ভৌমিক, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রিয়লাল ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম দেবনাথ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুব বিষয়ক সম্পাদক তাপস শর্মা বাপ্পি, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী, জেলা মহিলা ঐক্য পরিষদের সহ-সভাপতি রুপালী প্রভা ভৌমিক, সাধারণ সম্পাদক ভানু নাগসহ অন্যান্য নের্তৃবৃন্দ।

কিশোর কুমার দত্ত, লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি | Website | + posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সালাউদ্দিন মাহমুদ জাহিদ