dailynobobarta logo
ঢাকারবিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

জামালপুরে গোয়েন্দা পুলিশের হাতে ১০ জুয়াড়ি আটক

রাজন্য রুহানি, জামালপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আটক ওই জুয়াড়িদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার বিকেলে কেন্দুয়া কালিবাড়ি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কেন্দুয়া কালিবাড়ী বাজারের মৃত মনিরউদ্দিন মন্ডলের ছেলে মো. নাজিমুদ্দিন মন্ডল (৪০), কেন্দুয়া সাতকুরা গ্রামের নারায়ণ চন্দ্র সূত্রধরের ছেলে শ্রী বিপ্লব চন্দ্র সূত্রধর (৫২), কেন্দুয়া স্টেশন পূর্ব পাড়ার মৃত নাজিরুদ্দিন শেখের ছেলে মো. আমিনুর রহমান শিপন (৪৯), কেন্দুয়া পন্ডিত পাড়ার মৃত ইলাহী ব্যাপারীর ছেলে মো. রফিকুল ইসলাম (৫৫), জামালপুর শহরের দড়িপাড়া বাসস্ট্যান্ড এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মো. বাবুল মিয়া (৬২), চরশী বালুয়াটা গ্রামের মৃত আফতাফ উদ্দিনের ছেলে মো. আ. রউফ (৪৯), কেন্দুয়া রেল কোয়ার্টার এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. শহীদ মিয়া (৬২), কেন্দুয়া কালিবাড়ী বাজারের মৃত আব্দুর রশিদের ছেলে মো. আব্দুল বাছেদ (৫৩), চর মহাডাঙ্গা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. মিজানুর রহমান (৫৫) ও কেন্দুয়া স্টেশন পূর্ব পাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে মো. গোলাম রব্বানী (৪৬)।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. মুশফিকুর রহমান জানান, কেন্দুয়া থেকে আটককৃত ১০ জুয়াড়িকে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজন্য রুহানি, জামালপুর প্রতিনিধি
জামালপুর প্রতিনিধি | Website | + posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।