ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনা ও আত্মহত্যা’র পৃথক ঘটনায় দু’টি লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উল্টো দিক থেকে আসা ইজিবাইকের ধাক্কায় পড়ে যাওয়ার পর কাভার্ডভ্যান চাপায় ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার রায়মোহন গ্রামের আজিজুল হকের ছেলে আব্দুস ছামাদ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হলে খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে। নিহত আব্দুস ছামাদ উপজেলার কাঁঠালী একালাকায় থেকে একটি ঔষধ কোম্পানিতে চাকুরি করতেন।
ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ (ভারপ্রাপ্ত) এস আই উৎপল কুমার দাস জানান, লাশটি উদ্ধার করে নিহতের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি হেফাজতে রয়েছে। তবে কাভার্টভ্যানটি জব্দ করা সম্ভব হয়নি।
অপরদিকে একই এলাকায় বুধবার ভোররাতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার ঘটনায় রুহুল আমিন (৪৫) নামে এক জনের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
নিহত রুহুল আমিন বরগুনা জেলার বেতাগী উপজেলার মৃত শাখাওয়াত আলী শিকদারের ছেলে। সে ভালুকার হবিরবাড়ী স্কয়ার মাস্টারবাড়ী এলাকার মিজানুর রহমানের বাসায় ভাড়া থেকে পি.এ.নিট মিলে রিটিং মাস্টার পদে কর্মরত ছিলো।
পুলিশ জানায়, বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরে ওই গার্মেন্টস শ্রমিককে ভাড়া বাড়ির রান্না ঘরের এ্যাংগেলের সাথে স্ত্রীর ওড়না গলায় পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয় স্বজনরা। পরিবারের সদস্যের দাবি মানসিক ভারসাম্যতা থাকার কারণে সে আত্মহত্যা করতে পারে।
ভালুকা মডেল থানার ওসি মোঃ কামাল হোসেন জানান, নিহত রুহুল আমিনের লাশ উদ্ধার করে পরিবারের বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।