বগুড়ার নন্দীগ্রামে ভারী বৃষ্টি-বর্ষণে ঘরের মাটির দেয়াল ধসে ক্ষতিগ্রস্ত ও অসুস্থ অসহায় মালেকা বেগমকে পৌরসভার রাজস্ব অর্থায়নে সহায়তা দেওয়া হয়েছে। পৌরসভার ফোকপাল মহল্লার স্বামী পরিত্যক্ত ওই নারীর ভাঙাঘর সংস্কারে ঢেউটিন ও চিকিৎসার জন্য ওষুধ প্রদান করেছেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।
গত মঙ্গলবার পৌরসভা চত্বরে মালেকা বেগমকে সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ, প্যানেল মেয়র সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, কাউন্সিলর সাইদুল ইসলাম মিলন, রফিকুল ইসলাম অপু, আখতারুজ্জমান উজ্জল, আবু সাইদ মিলন, খোরশেদ আলম।
স্বামী পরিত্যক্ত মালেকা বেগম জানান, সম্প্রতি ভারী বৃষ্টি-বর্ষণের কারণে তার ঘরের মাটির দেয়াল ধসে যায়। এতে তিনি গুরুতর আহত হন। অসুস্থ অবস্থায় দিন শেষে মাথা গোঁজার একমাত্র ঠাঁই নড়বড়ে ঘরেই বসবাস করছিলেন। তার একমাত্র ছেলে ঢাকায় থাকে। রোজগারের তেমন কেউ নেই।
স্বামী ফরিদ উদ্দিন দ্বিতীয় বিয়ে করে স্ত্রী নিয়ে অন্য জায়গায় থাকেন। বৃষ্টি হলেই ভেঙে যাওয়া ঘর পানিতে একাকার হয়ে যায়। ঘর মেরামত করার সামর্থ্য নেই। এ দুরবস্থা জানার পর ঘর মেরামতের জন্য ঢেউটিন ও চিকিৎসার জন্য ওষুধ কিনে দিয়েছেন পৌরসভার মেয়র আনিছুর রহমান।