dailynobobarta logo
ঢাকাবুধবার , ৪ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক নববার্তা ডেস্ক
অক্টোবর ৪, ২০২৩ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রাখায় ৪৪ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যকে সাইকেল, সেলাই মেশিন ও ছাতা পুরস্কার প্রদান করা হয়।

গতকাল মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা শিল্প একাডেমীর বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. শফিউর রহমানের সভাপতিত্বে জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জের কমাণ্ডার ড. মো. সাইফুর রহমান বিভিএম (বার) পিএএমএস।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং আর্থসামাজিক উন্নয়নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদান অনস্বীকার্য। এ বাহিনীকে আধুনিক ও সময়োপযোগী করতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, শেরপুর ৩২ আনসার ব্যাটালিয়ানের অধিনায়ক মো. মাহবুবুল আলম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ জেলা কমান্ড্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস বিএএমএস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির প্রমুখ।

জামালপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কমান্ড্যান্ট কার্যালয় আয়োজিত জেলা সমাবেশের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জামালপুর জেলার কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রত্না।

জেলা সমাবেশে জামালপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।

Daily Nobobarta | Website | + posts

'সত্য প্রকাশে আপোসহীন দৈনিক' স্লোগান সংবলিত দৈনিক নববার্তা'য় থাকছে দেশের ৬৪ জেলার ৪৯৫ উপজেলার খবর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।