dailynobobarta logo
ঢাকারবিবার , ৮ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রাজন্য রুহানি, জামালপুর প্রতিনিধি
অক্টোবর ৮, ২০২৩ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মো. মিলনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার (৮অক্টোবর) সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলি শেখ বাড়ী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ওই ধর্ষককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিলন সদর উপজেলা বিনন্দের পাড়া এলাকার মৃত শরীফ উদ্দিনের ছেলে।

র‍্যাব-১৪’র কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৬ জুন জামালপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়। মামলা দায়েরের পর আসামিরা পালিয়ে বেড়ায়।

এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে র‍্যাব।তদন্তের প্রেক্ষিতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন র‍্যাব সদস্যরা। পরে আসামি মিলনের অবস্থান নিশ্চিত হয়ে সদর উপজেলার নারিকেলী শেখের বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, এ মামলার অন্যান্য আসাামিদের গ্রেফতারের জন্য র‌্যাব-১৪ এর অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ধর্ষণের শিকার নারী (৩৫) একজন দিনমজুরের স্ত্রী। তিনি গত ২৪ জুন ধর্ষণের শিকার হন। এ ঘটানার দুদিন পর তিনি সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

রাজন্য রুহানি, জামালপুর প্রতিনিধি
জামালপুর প্রতিনিধি | Website | + posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।