কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহর উদ্বোধন করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো: জাফর আলী।
এরপর একটি বর্নাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। মৎস্য সপ্তাহ উপলক্ষে কুড়িগ্রাম টাউন হলে জেলা প্রশাসক মো: সাইদুল আরীফ এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় প্রমুখ।
সভায় জানানো হয়, মৎস্য চাষ সম্প্রসারণে নানা উদ্যোগের ফলে কুড়িগ্রাম জেলা অচিরেই মৎস্য উদ্বৃত্ত জেলায় পরিণত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।