dailynobobarta logo
ঢাকামঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

ঘিওরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২৩ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জের ঘিওরে শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব।

উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীল গোবিন্দের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার (ভূমি) মোঃ মোহছেন উদ্দিন, ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট শচীন্দ্রনাথ মিত্র, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, কেন্দ্রীয় যুবলীগ নেতা মো: জিয়াউল হক জিয়া, এসআই মোঃ আসলাম খান, সিংজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মো: আসাদুর রহমান মিঠু, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম প্রসাদ সরকার দিপুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, পূজা উদ্‌যাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

এ সময় ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান জানান, দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সতর্ক থাকবে। পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য নিয়োগ করা হবে।

উপজেলায় এ বছর শারদীয় দুর্গাপূজায় ৮৩ টি স্থায়ী ও অস্থায়ী পূজাণ্ডপে পুজা অনুষ্ঠিত হবে। এসময় প্রতিটি মণ্ডপে নিজস্ব ব্যবস্থাপনায় পূজা মণ্ডপ কমিটিকে কেন্দ্রীয় যুবলীগ নেতা মো: জিয়াউল হক জিয়া একটি করে সিসি ক্যামেরা উপহার দেন।

আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ প্রতিনিধি | Website | + posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।