“মানসিক স্বাস্থ্য একটি সার্বজনীন মানবাধিকার” এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় শেরপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৩ পালিত হয়েছে। শেরপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে আজ ১০ই অক্টোবর মঙ্গলবার সকালে দিবসটি পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে সিভিল সার্জনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সিভিল সার্জনের পক্ষে সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন। এতে বক্তাগন মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন।
এসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. আহসানুল হাবীব হিমেল ও ডা. রওশন রাকা শম্পা, শেরপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. আকরাম হোসেন, জেলা এসআরএইচআর কর্মকর্তা ডা. তাসনিমা আলম স্বচ্ছ সহ সিভিল সার্জন অফিস ও শেরপুর সদর উপজেলার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।