মানিকগঞ্জের ঘিওরে রবিবার রাতে অভিযান চালিয়ে ঘিওর সদর ইউনিয়নের কুস্তা বন্দর গরুহাট এলাকা থেকে দুই হেরোইন ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- ঘিওর গরু হাট কুস্তা বন্দর এলাকার পলাশ রবিদাসের মেয়ে নুপুর রবিদাস (২০) এবং কুস্তা গ্রামের আক্তার মিয়ার ছেলে কামরুল হোসেন (২৫)। এদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে ঘিওর থানা অফিসার ইনচার্জ মো: আমিনুর রহমান দৈনিক নববার্তাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ পুরিয়া হেরোইনসহ আসামীদের আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মুল্য ২৫ হাজার টাকা। সোমবার আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন