পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ছয় ইউনিয়নের প্রায় ১ লক্ষ ৩০ হাজার মানুষের চিকিৎসা সেবার ভরসাস্থল হলো- আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আর এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু হওয়ার ১ মাস ১০দিনে মোট ১৪টি অপারেশন সফলতার সাথে সম্পন্ন করা হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ূন কবীর'র আয়োজনে সফলতার সাথে আজ ৪টি অপারেশন সম্পন্ন করা হয়। তন্মধ্যে একটি সিজারিয়ান অপারেশন করেন, গাইনী কনসালটেন্ট ডাঃ নাহিদ সিদ্দিকা আর দু'টি হাইড্রোসিল ও একটি হার্নিয়ার অপারেশন সম্পন্ন করেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোস্তফা জামান চৌধুরী।
এসময় অপারেশন টিমে সার্বিক সহযোগিতায় ছিলেন, ডাঃ মনসুর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন- ডাঃ জাহিদ হাসান, ডাঃ শাফায়েত লস্কর, ডাঃ রশিদা আক্তার রেশমা, ডাঃ নাসরিন ইসলাম নিতি এবং ডাঃ হাফিজা খাতুন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ হুমায়ূন কবীর জানান, উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠার ৪২ বছর পর গত ১৪ সেপ্টেম্বর পঞ্চগড় জেলা সিভিল সার্জন স্যার এসে অপারেশন থিয়েটারটি চালু করেন এবং ওইদিনেই এক প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশন করে যাত্রা শুরু করে। এখন পর্যন্ত হাসপাতালে মোট ১৪টি অপারেশন সফলতার সাথে সম্পন্ন করেছেন। তারই ধারাবাহিকতায় পঞ্চগড়ের পাঁচটি উপজেলা তথা আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সপ্তাহে একদিন বুধবার এসে অপারেশন করেন।
জেলা সিভিল সার্জন জানান, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করেছে। তাই স্বাস্থ্য বিভাগকে জনবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যে পঞ্চগড়ের আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নিজেই সিজার করে সিজারিয়ান কার্যক্রম চালু করেন।
তিনি আরো বলেন, গাইনী বিশেষজ্ঞ ও সার্জন না থাকায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে সিজারসহ অন্যান্য অপারেশন দীর্ঘ দিন থেকে বন্ধ ছিল। এঅবস্থায় আমি নিজেই অপারেশন শুরু করেছি। এখানকার স্বাস্থ্য বিভাগের অবস্থা যা ছিল তা একটু পরিবর্তন করার চেষ্টা করছি ।
উল্লেখ্য, ডাঃ মোস্তফা জামান চৌধুরী চলতি বছরের ১৩ জুলাই সিভিল সার্জন হিসেবে পঞ্চগড়ে যোগদান করেন। যোগদানের পর থেকেই হাসপাতাল ক্যাম্পাসগুলো পরিচ্ছন্ন ও সৌন্দর্যবর্ধনসহ পঞ্চগড়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেন ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।