মানিকগঞ্জের ঘিওরে ২৮ তম বার্ষিক ওরশ মোবারক ও বাউল মেলা শুরু হয়েছে। উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের জাবরা আধ্যাতিক সাধক সন্টু শাহী পাগলের আঙিনায় খালা পাগলীর মেলা অনুষ্ঠিত হচ্ছে। রবিবার সন্ধ্যায় ওরশ উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও শিন্নী বিতরন করা হয়। এরপর পরিবেশিত হয় ধর্মীয় ও ভাব বৈঠকী সংগীত।
এ সময় উপস্থিত ছিলেন- মাজার কমিটির প্রধান খাদেম সন্টু শাহী পাগল, কমিটির সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম তুহীন, জাহাঙ্গীর আলম, মো: লিটন মিয়া, টিটু দাস, মো: আজিম মিয়া, আশিক আহমেদ রুবেল, সাইদুর রহমান প্রমুখ। ৯ দিনব্যাপি এই বাউল মেলা শেষ হবে আগামী ৩১ অক্টোবর।
অনুষ্ঠানের মধ্যে দেশ সেরা শিল্পীদের পরিবেশনায় রয়েছে বাউল গান, বিচার গান ও সামাজিক নাট্যানুষ্ঠান। এই মেলাকে ঘিরে আশেপাশের মানুষের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। মেলার আঙিনা জুড়ে বসেছে হরেক রকমের দোকানপাট।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।