জামালপুরের বকশীগঞ্জে নাশকতা মামলায় বিএনপি ও জামায়াতের ৬ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বগারচর ইউনিয়ন, নিলাখিয়া ও বকশীগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় গ্রেপ্তারকৃতদের জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বকশীগঞ্জ পৌর এলাকার মোদক পাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে সুরুজ্জামান বাবু (৩৫), বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া মন্ডলবাড়ির আমেদ আলীর ছেলে শহিদ আলী (৪২), একই গ্রামের ছামির উদ্দিনের ছেলে ফরহাদ হোসেন (৩৭), দক্ষিণ বগারচর গ্রামের আ. রশিদের ছেলে শেখ ফরিদ (৩৫), উত্তর সারমারা গ্রামের সুরুজ্জামানের ছেলে মাসুদ রানা (২৬) ও নিলাখিয়া ইউনিয়নের তালুকপাড়া গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে কাশেম মিয়া (৩৮)।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় নাশকতা মামলা রয়েছে। সোমবার সকালে আসামিদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম রুদ্র, সহ-সম্পাদক: সুব্রত দেবনাথ, নির্বাহী সম্পাদক : জায়েদ হোসাইন লাকী, বার্তা সম্পাদক : শহীদুর রহমান জুয়েল। ঢাকা-১২৩০ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।